Wellcome to National Portal
  • 2024-10-02-01-36-7f5d1f276825e3f3c83ea6c16b6af9e1
  • 2024-10-02-01-36-c8a63322bb4b1baf33583b9dccb0585e
  • 2024-10-02-01-28-3999f7a1f032abb6082309216e321479
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০২৪

এক নজরে

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচিতি

প্রতিষ্ঠানের নামঃ

 চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট

প্রতিষ্ঠান কোডঃ ৭০০৪৮
ধরণঃ সরকারি
স্থাপিতঃ ১৯৬২ খ্রিস্টাব্দ 
অধিদপ্তরঃ কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
বোর্ডঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
মন্ত্রণালয়ঃ শিক্ষা মন্ত্রণালয় (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ)
শিক্ষাক্রমঃ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (৪ বছর মেয়াদী)
শিক্ষার্থীঃ ৪২০০
অবস্থানঃ ২২.৩৬৮৮৩৩° উত্তর ৯১.৮১১৩৯১° পূর্ব  চট্টগ্রাম, বাংলাদেশ
জমির পরিমাণঃ ৩৫ একর (১৪ হেক্টর)
ক্লাস রুমঃ ৩২টি 
ওয়ার্কসপঃ ১১টি
ল্যাবঃ ১৭টি
লাইব্রেরিঃ ১টি
জব প্লেসমেন্ট সেলঃ ১টি
হোস্টেলঃ ৩টি
ইমেইলঃ cpigeneral@yahoo.com
ওয়েব সাইটঃ https://chattogram.polytech.gov.bd/
পরিবহনঃ মাইক্রোবাস ১টি.

ইনস্টিটিউটের অবস্থান ঃ

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের নাসিরাবাদে ৩৫ একর জমির উপর অবস্থিত। এটিতে শ্রেণীবদ্ধ ল্যাব রয়েছে, যেমন একটি বেসিক ইলেকট্রনিক্স ল্যাব, অ্যাডভান্স ইলেকট্রনিক্স ল্যাব, কম্পিউটার ল্যাব, কেমিস্ট্রি ল্যাব এবং ফিজিক্স ল্যাব। এটিতে ব্যবহারিক শিক্ষার জন্য কর্মশালা রয়েছে, যেমন মেটাল শপ, কাঠের দোকান, পাওয়ার শপ এবং বেসিক ওয়ার্কশপ। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে রোভার স্কাউটদের একটি দল। প্রতি বছর অনেক শিক্ষার্থী সিপিআই-তে ভর্তি হয় এবং অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে পাস করে সিপিআই-এর প্রতিটি বিভাগ আটটি সেমিস্টারে বিভক্ত। প্রতিটি সেমিস্টারে একজন শিক্ষার্থী ৪ বা তার সমান কম সিজিপিএ অর্জন করে। শেষ সেমিস্টার হল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেমিস্টার। একজন শিক্ষার্থী প্রায় ছয় মাস ধরে একটি শিল্পে একটি নির্বাচিত প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক তথ্য শেখে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে, প্রতি সেমিস্টারের ৬৫% শিক্ষার্থী সরকার থেকে বৃত্তি পায়।

 

ক্যাম্পাস ঃ

মূল ক্যাম্পাসে তিন তলা বিশিষ্ট একটি ভবনসহ আরোও একতলা ও দু'তলা অনেক ভবন রয়েছে। যেখানে রয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ অফিস, লাইব্রেরি, ওয়ার্কসপ, ল্যাব, কনফারেন্স রুম এবং একটি ৪০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম। মূলভবনের দক্ষিণ পার্শ্বে রয়েছে মসজিদ ও সম্মুখে শহীদ মিনার, ফোয়ারা, ইলিশ চত্বর, দোয়েল চত্বর, সাইকেল স্ট্যান্ডসহ বিভিন্ন শিল্পকর্ম, রয়েছে খেলারমাঠ, ফুলের বাগান।সব মিলিয়ে এক প্রাকৃতিক মনোরম শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

টেকনোলজি / বিভাগ সমূহ ঃ

  • সিভিল টেকনোলজি
  • ইলেকট্রিক্যাল টেকনোলজি
  • মেকানিক্যাল টেকনোলজি
  • পাওয়ার টেকনোলজি
  • ইলেকট্রনিক্স টেকনোলজি
  • কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি
  • এনভায়ন্টমেন্ট টেকনোলজি
  • নন-টেক বিভাগ

 

ইউনিফর্ম ঃ

ফিরোজা, কালো

 

হোস্টেলঃ

  • ছাত্রদের জন্য ৪ টি এবং মেয়েদের জন্য ০১টি সহ মোট ০৫ টি হোস্টেল রয়েছে-
    1. মাস্টার দা সূর্য সেন হল
    2. কবি কাজী নজরুল ইসলাম হল
    3. নবাব সিরাজ উ দুল্লাহ হল
    4. শহিদুল্লাহ হল
    5. প্রীতিলতা হল (মেয়েদের জন্য)